বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৭:২২ অপরাহ্ন

যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

হত্যা
প্রতিকী ছবি

নিজস্ব প্রতিনিধি: যশোরের মণিরামপুরে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক উদয় শংকর বিশ্বাস (৪২) কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উদয় শংকর বিশ্বাস উপজেলার পাঁচাকড়ি গ্রামের মৃত রঞ্জিত বিশ্বাসের ছেলে।

সোমবার সকালে উপজেলার পাঁচাকড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: আজ দুপুরে বিএনপির যুব সমাবেশ

নিহত উদয় শংকরের কাকা সুজন বিশ্বাস জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় টেকেরঘাট বাজারে সবজিসহ কাঁচা বাজার কিনতে যায় উদয়। দুর্বৃত্তরা উদয়কে পেছন দিক থেকে গুলি করেছে। গুলি পাঁজরের নিচে বিদ্ধ হয়েছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত বলতে পারবো।

উদয় শংকর বিশ্বাস উপজেলার নেহালপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক, নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন।

 

প্রতিদিনের কাগজ

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |