রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন

কুমিল্লায় শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে আটক ১

কুমিল্লায় শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে আটক ১

গাজী রুবেল, কুমিল্লা : কুমিল্লায় এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের পর বাথরুমে আটক ও তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে ওই গৃহকর্মীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।  এঘটনায় ফারহানা ইসলাম নামে এক গৃৃহকর্তীকে আটক করেছে পুলিশ।  বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূইয়া।  নিশ্চিত করে তিনি বলেন, খবর পেয়ে রাতে ওই গৃহকর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া অভিযান পরিচালনা করে লাকসাম থেকে গৃহকর্তী ফারহানা ইসলামকে আটক করা হয়।
নির্যাতনের শিকার সুমীর বয়স ৭/৮ বছর হবে। তার শরীরে নির্যাতনের চিহ্ন দেখা গেছে।  স্থানীয় ও পুলিশ কর্মকর্তা জানান, কয়েক বছর আগে কুমিল্লা নগরীর ২১নং ওয়ার্ডের জাঙ্গালিয়ায় সাবেক ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বাসায় গৃহপরিচারিকা হিসেবে সুমীকে তাকে আনা হয়। এরপর থেকে প্রায়ই সুমীকে নির্যাতন করা হতো। মঙ্গলবার নির্যাতন শেষে বাথরুমে তাকে আটকে রেখে বাসার দরজায় তালা দিয়ে চলে যান বাসার লোকজন।
পরে সুমীর চিৎকার শুনতে পেয়ে পাশের বাসার লোকজন ৯৯৯ কল করলে সঙ্গে সঙ্গে  পুলিশ ঘঠনাস্থলে আসেন। রাতেই পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।  সুমীর চোখ ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আমরা তদন্ত অব্যহত রেখেছি।  বুধবার সকালে ফারহানা ইসলামকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
                                                                                     প্রতিদিনের  কাগজ 

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |