শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন

আপডেট
লালমনিরহাটে ধর্মীয় সম্প্রীতি সভা অনুষ্ঠিত 

লালমনিরহাটে ধর্মীয় সম্প্রীতি সভা অনুষ্ঠিত 

লালমনিরহাটে

মোঃ শাহজাহান সাজু, লালমনিরহাট : শারদীয় দুর্গোৎসব -২০২৩ উপলক্ষে লালমনিরহাটে অনুষ্ঠিত হলো ধর্মীয় সম্প্রীতি সভা। শনিবার (২১ অক্টোবর) সকাল ১১ টায় পৌরসভা মিলনায়তনে, লালমনিরহাট পৌরসভার আয়োজনে এ ধর্মীয় সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।  লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন এঁর সভাপতিত্বে উক্ত ধর্মীয় সম্প্রীতি সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উৎযাপন কমিটি লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী সুবল চন্দ্র বর্মন, সহ-সাধারণ সম্পাদক অরুণ কুমার রায়, সদস্য গৌর গোপাল সাহা, লালমনিরহাট পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সুজাতা বেগম, লালমনিরহাট পৌর কাউন্সিলর সোহেল রানা প্রমুখ।
লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসবগুলো সুন্দর ও যথাযথভাবে পালন করতে পারে। ধর্মীয় সম্প্রীতির সুরক্ষায় সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হতে হবে।
এ সময় বক্তারা বলেন, ধর্মীয় শিক্ষা মারামরি ও হানাহানি থেকে বিরত রেখে মানুষকে বিনয়ী হতে শেখায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সকল সম্প্রদায়ের মানুষের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্থিতিশীলতা বিরাজ করায় বাংলাদেশের উন্নয়ন এগিয়ে চলেছে। ধর্মীয় সম্প্রীতি সুসংহত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা।
ধর্মীয় সম্প্রীতি সভা শেষে লালমনিরহাট পৌরসভার ২৫ টি পূজা মন্ডপের জন্য পৌরসভার পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন মেয়র রেজাউল করিম স্বপন। এ সময় লালমনিরহাট পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তা শরিফুল ইসলাম পাটোয়ারীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |