শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন

আপডেট
সম্পদের হিসাব দিতে হবে রাজউক কর্মকর্তাদের গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থী নিহত মালয়েশিয়া প্রবাসীদের মারধরের ঘটনায় হাইকমিশনের দুঃখ প্রকাশ ময়মনসিংহ বিভাগীয় বইমেলার সমাপনী পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র প্রস্তত আছে: পুতিন সড়ক দুর্ঘটনায় পরীমনির প্রথম স্বামী নিহত বাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সাথে কাজ করতে আগ্রহী: প্রধান উপদেষ্টা ইসরায়েলি হামলায় একদিনে লেবাননে নিহত ৫৯ কক্সবাজারে বিএনপি নেতা’কে তুলে নিতে ঘর ঘেরাও করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার, জানিয়েছেন হাসান আরিফ
দক্ষিণাঞ্চলে দৃষ্টান্তর: একই পরিবার ৫১ জন হাফেজ

দক্ষিণাঞ্চলে দৃষ্টান্তর: একই পরিবার ৫১ জন হাফেজ

সাইফুল ইসলাম, বাউফল: পটুয়াখালীর বাউফলে একই পরিবাওে ৫১ জন হাফেজ। দৃষ্টান্তর স্থাপন করেছে দক্ষিণাঞ্চলে। বাউফল সদর ইউনিয়নের বাশঁবাড়িয়া গ্রামে নিবাসী শাহজাহান হাওলাদার মুনসী। বয়স সাটোর্ধ। সাধারন শিক্ষায় শিক্ষিত। বাউফল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। পরিবারে সকল সদস্য পবিত্র কোরআন হাফেজ করতে সক্ষম হয়েছে। ছেলে মেয়ে, ছেলের বউ, জামাই সকলেই যেন কোরআনের হাফেজ। প্রতিষ্ঠা করেছেন ছয়টি হাফিজি মদিরাসা। এর মধ্যে তিনটি ছেলেদের ও তিনটি মেযেদের। এব্যাপারে শাহজাহান হাওলাদার প্রতিদিনের কাগজকে বলেন, বাবা (নুরমোহাম্ম্দ হাওলাদার) ছিলেন র্ধমপ্রান একজন মুসলমান। তিনি হজ্জ করেছেন। হজ্জ পালনরত অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। বাবা হাফেজদের খুব ভালো বাসতেন। এ কারনেই তিনি লক্ষ্য স্থির করেন পরিবারের সবাইকে হাফেজি পড়াবেন। সেই সূত্র ধরে আত্নীয়তাও করেছেন হাফেজদের সঙ্গে।

সে লক্ষে তিনি নিজের ছয় ছেলে ও চার মেয়েকে হাফিজি পড়ান। পরে ছেলে- মেযেদের বিয়েও দিযেছেন হাফেজদের সঙ্গে। এরপর তার ই”্ছা অনুযায়ী তার চেলে-মেয়েরাও তাদের সন্ত্নদের হাফিজি পড়িয়েছেন ও বর্তমানে পড়াচ্ছেন। শাহজাহান হাওলাদারের মেজ চেয়ে হাফেজ মাওলানা নুর হোসেন কাগজকে বলেন, আমি ও আমার বাবার ছয় ছেলে ও চার মেয়ের মধ্যে এক ছেলে ও এক মেয়ে সৌদি আরব থাকেন। বাকি সবাই ব্যবসার পাশাপাশি হাফিজি মাদরাসার শিক্ষিকতা ও মসজিদের খতিবের দায়িত্ব প্রারন করছি। ছয় ছেলের ২৮ সন্তান এবং চার মেয়ের ২৩ সন্তান রয়েছে।

এরই মধ্যে তাদের ২৭ জন পবিত্র কোরআনে হাফেজ হয়েছে। বাকিরা হাফিজি পড়েছেন। খোজ নিয়ে আরো জানা গেছে, বরিশালের আলেকান্দা এলাকায় মেয়েদের জন্য নুর জাহান বেগম হাফিজি মাদরাসা ও কামরাঙ্গীর চর ঢাকায় দারুন আখরাম নুরানি হাফিজি মাদরাসাও স্থাপন করেছেন তিনি। ছেলেদের মাদরাসা পরিচালনা করেন তার ছেলেরা ও মেয়েদের মাদরাসা পরিচালনা করেন তার মেয়ে ও ছেলে বউ। এলাকাবাসীর সাথে আলাপচারিতায় জানা যায়, শাহজাহান হাওলাদারের পরিবারের সবাই ধার্মিক ও বিনয়ী। পরিবারের সবাইকে হাফেজ বানিয়ে এক বিরল দৃষ্টান্তর স্থাপন করেছেন। প্রত্যাশা হচ্ছে, সরকার যদি এতিম ছেলে-মেয়েদের জন্য সহায়তা করত তা হলে ভালো হতো।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |