বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪৮ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১০৬ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৫৮৯ জন। রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে ডেঙ্গুতে মৃত্যু ও ভর্তির এ সংখ্যা জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৯৩২ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় ১ হাজার ২৬০ এবং বাকি ৬৭২ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ভর্তি আছেন।