মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন
জাহাঙ্গীর আলম রাজু , সাভার: সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩১ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত ও মার্চ-পাস্টের পর প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে ক্রীড়া- অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম।এসময় প্রধান অতিথি সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন,শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের আগামী দিনের যোগ্য নাগরিক হয়ে ওঠতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম বলেন,শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার বিকল্প নেই। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অভিভাবকদের উচিত সন্তানদের খেলাধূলার প্রতি আগ্রহী করে তোলা। এছাড়াও তিনি আরও বলেন শিক্ষা প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাওয়ার কথা জানান।এছাড়া তিনি শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বনভোজনে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। পরে মশাল প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ক্রীয়া প্রতিযোগিতার বাকি অংশ শেষ হয়। এছাড়া যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করে। বরাবরের মতো এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাতে ও ছাত্রীদের মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশনা উপস্থিত সবার নজর কাড়ে।