শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন

আপডেট
মানিকগঞ্জে ১০ বছর পর হত্যা মামলার রায়,২ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জে ১০ বছর পর হত্যা মামলার রায়,২ জনের যাবজ্জীবন

জালাল উদ্দিন ভিকু, মানিকগঞ্জ
মানিকগঞ্জের ঘিওরে আলোচিত কৃষক হয়রত আলী হত্যা মামলায় দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদন্ডও প্রদান করা হয়েছে। দীর্ঘ ১০ বছর পর এই হত্যা মামলার রায় হলো।

মঙ্গলবার (২২ নভেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।
দন্ডিতরা হলেন, মানিকগঞ্জের ঘিওরের পুখুরিয়ার মফিজ উদ্দিনের ছেলে ও যুবলীগ নেতা ইফতে আরিফ (৩৭) এবং শিবালয়ের অন্যায় পুরের মৃত নগেন্দ্র সূত্রধরের ছেলে মন্টু সূত্রধর (৪৫)।

মামলা সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১২ সালের ৬ জুলাই দুপুরে হয়রত আলীকে আসামী ইফতি আরিফ, মন্টু সূত্রধর ও বাসুদেব শর্মা ধারাল ছুরি দিয়ে গুরুত্ব আহত করে পালিয়ে যায়।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হয়রত আলী।
এ ঘটনায় নিহতের ছোট ভাই আলমগীর হোসেন বাদি হয়ে ঘিওর থানায় ওই তিনজনের নামে হত্যা মামলা করেন।

তৎকালিন ঘিওর থানার এসআই ও মামলার তদন্ত কারি কর্মকর্তা আব্দুস সাত্তার ২০১৪ সালের ১২ আগষ্ট তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন এবং বিচারিক আদালতের ১১ জনের স্বা¶্য গ্রহণ শেষে আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
মামলা চলাকালিন সময়ে মামলার আসামী বাসুদেব শর্মা মারা যান। তাই তাকে মামলা থেকে বাদ দেওয়া হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |