শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন

আপডেট
আড়াই মাস পর প্রকাশ্যে, মধ্যরাতে চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল ফুলবাড়িয়ায় সাবেক এমপি-ওসি-মেয়রসহ ১৮৫ জনকে আসামি করে মামলা দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে সাবেক স্ত্রীর হামলা আহত ৩ দেশে-বিদেশে বিপুল সম্পদ ‘ইমানদার এসআই রফিকুলের আজ চতুর্থ দফায় দলগুলোর সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা এমপি হওয়ার পথ ধরে এগিয়েছেন মন্ত্রিত্বের পথে, আর গড়েছেন সম্পদের পাহাড় গাজার জাবালিয়ায় ইসরায়েলি হামলা, ২১ নারীসহ নিহত ৩৩ সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গ্রেপ্তার আজ চতুর্থ দফা সংলাপের বসছেন প্রধান উপদেষ্টা, গুরুত্ব পাবে যেসব বিষয় বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলে আইজিপির নামে প্রতারণা দায়ে যুবকের কারাদন্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলে আইজিপির নামে প্রতারণা দায়ে যুবকের কারাদন্ড

রাজশাহী প্রতিনিধি :

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শকের (আইজিপি) নামে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলে প্রতারণার দায়ে এক যুবককে তিন বছরের সশ্রম কারদণ্ড দিয়েছে রাজশাহীর সাইবার ট্রাইবুনাল আদালত।

একইসঙ্গে তাকে জরিমানা করা হয়েছে এক লাখ টাকা। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত আসামির নাম আমিরুল ইসলাম ওরফে আমিনুল। সে নওগাঁ জেলার সদর উপজেলা খাগড়া জেলেপাড়া গ্রামের মৃত আফসার মণ্ডলের ছেলে। রায়ের পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ।

রায় ঘোষণার পর রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমত আরা বেগম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি ২০২১ সালের। তৎকালীন পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদের ছবি ও নাম দিয়ে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খোলেন এই আমিনুল। এরপর সেখান থেকে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা শুরু করেন। এই ঘটনা জানতে পেরে ২০২১ সালের ২১ আগস্ট নওগাঁ থানা পুলিশের একটি দল আমিনুলকে আটক করে। এ সময় তার মোবাইলে আইজিপির নামে খোলা সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি পাওয়া যায়।

পরে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে নওগাঁ থানা পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে। ওই মামলায় সাক্ষ্য গ্রহণ এবং ডিজিটাল ফরেনসিক রিপোর্টের প্রেক্ষিতে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এ প্রেক্ষিতে সোমবার বিচারক তার বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |