শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন

আপডেট
জামায়াতের কর্মী সম্মেলনে কুরআনের আয়াত পড়ে বক্তব্য দিলে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষক আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ পবিবর্তনে হাল ধরতে হবে: মাসুদুর রহমান কক্সবাজারে এক নারী মানষিক ভারসাম্যহীন হয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা  টঙ্গীতে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন পূর্বধলার শিবপুরে কৃষক রবিকুল হত্যার শাস্তির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে সিআরডি স্কুলের বিজ্ঞান ও গণিত মেলা অনুষ্ঠিত সন্তানের নামে ট্যাটু আঁকার পর ভিনিসিয়াস জানলেন, তিনি বাবা নন হালুয়াঘাটে ভারতীয় মদসহ আটক ১ সোনারগাঁ বাসের ধাক্কায় বাস উল্টে আহত ১৫ নাগাইশ দরবার শরীফের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত 
জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

শাহাদুল ইসলাম সাজু, জয়পুরহাট: জয়পুরহাটে মাদক মামলায় ছানাউল আকন্দ (৪৮) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৭এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ছানাউল আকন্দ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দশনাল গ্রামের বাসিন্দা আশরাফ আলী আকন্দের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ২৫ ডিসেম্বর ভোর রাতে আমদানী নিষিদ্ধ মাদক ফেন্সিডিল ভারত থেকে দেশে পাচার করছিলেন। এসময় পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর এলাকায় জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা ১৩৯ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে ।

ওই দিনই পাঁচবিবির কয়া ক্যাম্পের ল্যান্স নায়ক খলিলুর রহমান বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেন। পাঁচবিবি থানার উপ-পরিদর্শক মামলার তদন্তকারী কর্মকর্তা আনোয়ারুল ইসলাম তদন্ত শেষে ২০০৬ সালের ২ ফেব্রুয়ারী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্র নাথ মন্ডল পিপি, এপিপি উদয় সিংহ রায় আর আসামী পক্ষে আইনজীবী ছিলেন রায়হান নবী।

 

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |