শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন

জয়পুরহাটে চাঞ্চল্যকর গ্রাম্য কবিরাজ হত্যা মামলায় সৎ ভাইয়ের মৃত্যদন্ড

জয়পুরহাটে চাঞ্চল্যকর গ্রাম্য কবিরাজ হত্যা মামলায় সৎ ভাইয়ের মৃত্যদন্ড

শাহাদুল ইসলাম সাজু, জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলালে পুর্ব শত্রুতার জের ধরে খাজামুদ্দিন (৮৩) নামে এক গ্রাম্য কবিরাজকে গলা কেটে হত্যার দায়ে সৎ ভাইকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৩ জুলাই) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ মোঃ নূর হোসেন এ রায় দেন।

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল জানান, দন্ডপ্রাপ্ত সৎ ভাই হচ্ছেন সাদ্দাম হোসেন (৩২)। সে ক্ষেতলাল উপজেলার মালিপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

মামলা সুত্রে জানা যায়, ২০১৯ সালের ১১ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দাশড়া ফকিড় পাড়া গ্রামে খাজামুদ্দিন তাঁর স্ত্রী শাহিদা বেগম রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। রাত ৯টার দিকে একই উপজেলার মালিপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন জোর করে বাড়িতে প্রবেশের চেষ্টা করে। এসময় বাড়ির কাজের লোক মন্তাজ তাকে বাড়িতে প্রবেশ করতে বাঁধা দিলে তাকে ছুরিকাঘাত করে সৎ ভাই খাজামুদ্দিনের ঘরে প্রবেশ করে। এক পর্যায়ে খাজামুদ্দিনের স্ত্রী শাহিদা বেগমকেও ছুরিকাঘাতে আহত করার পর খাজামুদ্দিনকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

ওই ঘটনায় নিহতের ছেলে আলম হোসেন বাদী হয়ে পরের দিন ১২ নভেম্বর ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা (তৎকালীন) এস আই আলমগীর হোসেন ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারী সাদ্দাম হোসেনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানী ও ১৫জন স্বাক্ষীর সাক্ষ্য গৰহন শেষে আদালত আজ এ রায় প্রদান করেন ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |