শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন

আপডেট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির আকার বাড়ল থানায় আগত একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হন সেটা নিশ্চিত করতে হবে: নয়া ডিএমপি কমিশনার সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ অপহরণের ৭ দিন পর যুবক উদ্ধার, গ্রেপ্তার ১ বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে : ড. ইউনূস রাজউক কর্মকর্তার সম্পদের পাহাড় সেনাকুঞ্জে খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত : প্রধান উপদেষ্টা কালীগঞ্জে গড়ে উঠেছে হারিয়ে যাওয়া মৃৎশিল্প কিশোরগঞ্জের ভৈরবে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ-২০২৫ এর লিখিত পরিক্ষা সংক্রান্তে ব্রিফিং
ভালুকায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা 

ভালুকায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা 

আব্দুল্লাহ আনছারী আকরাম,ভালুকা ময়মনসিংহ:  ময়মনসিংহের ভালুকায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গত পাঁচ বছরে জিপিএ-৫ প্রাপ্ত ৩২৭৯জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু এ সংবর্ধনা দেন। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা সনদ ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী এবং বিশ্বযুদ্ধ থেকে মুক্তিযুদ্ধ: অপরাজেয় মেজর আফসার বই দুটি বিতরণ করা হয়।
জানা যায়, মেজর আফসার উদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৯ হতে ২০২৩ সাল পর্যন্ত উপজেলার প্রত্যেক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ৩২৭৯ জন শিক্ষার্থীকে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হয়। ভালুকা উপজেলা চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
বিশেষ অতিথির বক্তব্য দেন ভালুকা উপজেলা আ.লীগের সভাপতি এডভোকেট শওকত আলী, ভালুকা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ ন ম শাহাদাৎ হোসেন, ভালুকা পৌরসভার মেয়র ডাঃ এ.কে.এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ডঃ সেলিনা রশিদ, জেলা পরিষদ সদস্য মোঃ মোস্তফা কামাল, ভালুকা সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান তুহিন, সাবেক অধ্যক্ষ সাইদুর রহমান খান, সাবেক অধ্যক্ষ আব্দুর রউফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান, উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নঈম, ভালুকা উপজেলা যুবলীগ সভাপতি আনিছুর রহমান খান রিপন, ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম নুরুল ইসলাম,
ভালুকা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আশরাফিয়া খাতুন, আফতাব উদ্দিন, ভালুকা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, মোঃ মিজানুর রহমান। আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ইজাজ আহমেদ মিলন, ভালুকা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আঃ রশিদ, ভালুকা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবি সিদ্দিক, ভালুকা উপজেলা স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ সভাপতি মাওলানা নাজমুল আলম, ভালুকা উপজেলা স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক মাওলানা মেজবাহ উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |