শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন

আপডেট
নির্বাচন গ্রহণযোগ্য করতে ভোটারের উপস্থিতি বাড়াতে হবে -কাদের সিদ্দিকী

নির্বাচন গ্রহণযোগ্য করতে ভোটারের উপস্থিতি বাড়াতে হবে -কাদের সিদ্দিকী

নির্বাচন গ্রহণযোগ্য করতে ভোটারের উপস্থিতি বাড়াতে হবে -কাদের সিদ্দিকী

আহমেদ সাজু সখীপুর : আগামী ৭জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মঙ্গলবার (২৬ডিসেম্বর) সখীপুর উপজেলার পৌরসভার  বিভিন্ন এলাকায় পথসভায় টাঙ্গাইল -৮(বাসাইল-সখীপুর)আসনে কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী দলটির প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ভোটার উপস্থিতি বৃদ্ধি না পেলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না, দেশে বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য  হবে না। দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র  রক্ষার আগামী জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে হবে।
তিনি বলেন,১৯৭১ সালে হানাদার বাহিনীর বিরুদ্ধে যদি প্রতিরোধ গড়ে না তুলতাম তাহলে বাবা ছাড়া অনেক সন্তানের জন্ম হতো। তিনি বলেন,আমি দল গঠন করেছি মন্ত্রী,এমপি হওয়ার জন্য নয় মানুষের অধিকার আদায়ের জন্য দল গঠন করেছি। তিনি আরও  বলেন,বাপ-দাদার কবরের উপর গাছ লাগানো  আটিয়া বন অধ্যাদেশ-৮২ বাতিল করতে হবে।সখীপুর প্রাণকেন্দ্রে বিকালে কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকের বিশাল মিছিল শেষে সন্ধ্যায় ঐতিহ্যবাহী তালতলা চত্বরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সখীপুর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এমএ সবুর খানের সভাপতিত্বে উক্ত পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,নাসরিন কাদের সিদ্দিকী,কুড়ি সিদ্দিকী,এটিএম আবু সালেক হিটলু,এমএ সবুর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ মিয়া,কামরুজ্জামান, সানোয়ার হোসেন মাষ্টার,সানোয়ার হোসেন সজীব,আশিক জাহাঙ্গীর, আলমগীর সিদ্দিকী, হাবিবুন্নবী সোহেল প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |