শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন

আপডেট
ত্রিশাল পৌরসভা উপ-নির্বাচনে শামীমা আক্তার কে বিজয়ী করতে এক মঞ্চে আ.লীগ নেতারা

ত্রিশাল পৌরসভা উপ-নির্বাচনে শামীমা আক্তার কে বিজয়ী করতে এক মঞ্চে আ.লীগ নেতারা

জাহাঙ্গীর  আলম তপু: ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯মার্চ। জগ প্রতীকের মেয়র প্রার্থী শামীমা আক্তারের নির্বাচনী মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এক মঞ্চে বক্তব্য রাখেন। গত শুক্রবার (০১ মার্চ) সন্ধ্যায় ত্রিশাল বাজার ব্যাবসায়ীবৃন্দদের আয়োজনে মধ্য বাজার এলাকায় জগ প্রতিক এর বিজয় সু-নিশ্চিত করতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ত্রিশাল বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার।

বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সরকার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফজলে রাব্বী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল নয়ন, উপজেলা আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার, উপজেলা কৃষকলীগের সভাপতি মাহবুবুল আলম, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি সোয়েল মাহমুদ সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছাব্বির আহমেদ ছানী সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভা জনসভায় রূপ নেয়। এসময় বক্তারা বলেন, শামীমা আক্তারের প্রতিপক্ষ নারিকেল গাছ প্রতিকের প্রার্থী বিএনপি নেতা আমিন সরকার তিনি গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে মশাল মিছিল থেকে শুরু করে সরকার বিরোধী নানা ধরনের অপপ্রচার করেছে। তিনি গত দুই বার মেয়র প্রার্থী হয়ে পরাজিত হয়ে আবারো এই উপ-নির্বাচনে প্রার্থী হয়েছেন। পরাজয় সু-নিশ্চিত জেনে শামীমা আক্তার এর বিরুদ্ধে নানা ধরনের অপ-প্রচার চালাচ্ছেন। এ ছাড়াও মোবাইল ফোন প্রতিক নিয়ে মেয়র প্রার্থী হিসেবে মাঠে আছেন অধ্যাপক নূরুল হুদা শিবলু।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |