সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন
রেজাউল করিম রেজা, ময়মনসিংহ: ময়মনসিংহে জেলা প্রশাসক ও জেলা প্রাণিসম্পদ উদ্যোগে স্বল্প আয়ের মানুষের জন্য ১ কেজি গরুর মাংস ৫৫০ টাকা ও এক ডজন ডিম ১০০ টাকায় প্রায় দুই শতাধিক মানুষের মাঝে বিক্রি করা হচ্ছে। পবিত্র রমজান মাস উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
তিনি আরো জনান,এই কার্যক্রম চাঁন রাত পর্যন্ত প্রতি সপ্তাহে দুই দিন চলবে। এদিকে সুবিধাভোগীরা জানান বর্তমান বাজার মূল্য উর্ধ্বগতি থাকায় তাদের পক্ষে ১ কেজি গরুর মাংস কিনার সামর্থ্য নেই। তাই সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা। অটো রিক্সা চালক ওসমান মিয়া বলছেন যেখানে সারাদিনের পরিশ্রমের টাকা দিয়েও জুটতো না এক কেজি গরুর মাংস সেখানে ৫৫০ টাকায় ক্রয় করে কিছুটা সুবিধা পাওয়া যাচ্ছে। তবে এই উদ্যোগকে স্বাগত জানান তিনি।