সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন

আপডেট
কেন্দুয়ায় আউশ ধানের বীজ বিতরণ ও মতবিনিময় 

কেন্দুয়ায় আউশ ধানের বীজ বিতরণ ও মতবিনিময় 

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় উদ্বুদ্ধকরণের মাধ্যমে সম্প্রসারণযোগ্য আউশ (ব্রি ধান৯৮) এর বাস্তবায়নের জন্য কৃষকদের সাথে মতবিনিময় ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক আবু মো. এনায়েত উল্লাহ’র সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (গাজীপুর) মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশিক্ষণ অফিসার চন্দন কুমার মহাপাত্র ও উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা। পরে স্থানীয় ২শ জন কৃষকের প্রত্যেকের মধ্যে ৫ কেজি করে আউশ ধানের বীজ বিতরণ করা হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |