শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন

আপডেট
 বাবরের মুক্তির দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ

 বাবরের মুক্তির দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ

 বাবরের মুক্তির দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ

রেজাউল করিম রেজা , ময়মনসিংহ : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে ময়মনসিংহ নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তার সমর্থকরা। এ সময় বিক্ষোভকারীরা বিগত ১৭ বছর ধরে কারাবন্দি লুৎফুজ্জামান বাররের মুক্তি দাবি করেন। সোমবার (১৯ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে নগরীর গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে কারাবন্দি বাবরের মুক্তির দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেত্রকোণার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে নেতারা বলেন, মিথ্যা মামলায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের প্রিয় নেতাকে বিগত ১৭ বছর ধরে কারাবন্দি রাখা হয়েছে। অনতিবিলম্বে আমরা তার মুক্তি দাবি করছি। অন্যথায় ভাটি বাংলার জনগণ রাজপথে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। বিক্ষোভ কর্মসূচিতে মদন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী, কামরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বুলবুল, বিএনপি নেতা এজাজুর রহমান চন্দন, শেখ স্বপন, শামীম তালুকদার, শফিকুল বাশার, জাহাঙ্গীর আলম সোহেল, সেহেদী হাসান জোসেফ, এজিএস রাসেল, নূরে আলম, যুবদল নেতা ওয়ালিউল্লাহ, আমিনুল ইসলাম, শ্রমিক দল নেতা রিয়াদ হাসান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |