মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত কলেজছাত্র রেদোয়ান হাসান সাগর (১৯) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করে অবিলম্বে পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয় মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে পূর্বঘোষণা অনুযায়ী নগরীর রেলওয়ে কৃঞ্চচূড়া চত্বরে জড়ো হন মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, এনামুল হক আকন্দ লিটন, বিএনপি নেতা রতন আকন্দ, তোফাজ্জল হোসেন, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন জনি, মহাগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরুজ্জামান চাঁন, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ রবিন, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ, জেলা তাঁতীদলের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, মহানগর জাসাসের সভাপতি সাইদুর রহমান রতন, সাধারণ সম্পাদক তারেক সালাউদ্দিন, মহানগর মহিলা দলের সভাপতি খালেদা আতিক, জেলা জাসাসের সভাপতি খন্দকার মহিউদ্দিন, মহানগর শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম দুলাল, সাধারন সম্পাদক আব্দুল মান্নান, মহানগর মৎসজীবী দলের সদস্য সচিব আশিকুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।