বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি,ময়মনসিংহ: ময়মনসিংহে আজহার ফিলিং স্টেশন ও ইন্ট্রাকো সিএনজি গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৪ এ দাঁড়িয়েছে।
বুধবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জল হোসেন (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
মৃত তোফাজ্জল হোসেন ময়মনসিংহ নগরীর নিজকল্পা গ্রামের আবদুস সালামের ছেলে। নিহতের বড় ভাই মো. সাইফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, তোফাজ্জল হোসেন ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কে ময়মনসিংহ নগরের রহমতপুর বাইপাস এলাকায় আজহার ফিলিং স্টেশনে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন। গত সোমবার (৪ নভেম্বর) দুপুরে ইন্ট্রাকো এলপি গ্যাস লিমিটেডের ফিলিং স্টেশনে ট্যাংকার থেকে গ্যাস আনলোডের সময় লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছিলেন তোফাজ্জল হোসেন।
এর আগে, ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক হিমেল আহমেদ (৩২) এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল কুদ্দুস (৮৫) ও আবুল হোসেন (৪৫) মারা যান। অগ্নিকাণ্ডে মৃত সকলেই সদর উপজেলার বাসিন্দা।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মফিদুল আলম জানিয়েছেন তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, সোমবার(৪ নভেম্বর) দুপুরে নগরীর রহমতপুর বাইপাস সড়ক এলাকায় আজহার এলপিজি স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।