সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ন

আপডেট
ময়মনসিংহ জেলা পুলিশের গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত এম.এ মান্নান ম্যামরিয়াল স্কলারশীপের মেধা বৃত্তি প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষ ময়মনসিংহে সড়কে ট্রাফিক ব‍্যবস্থাপনায় কাজ করবেন ৬০ শিক্ষার্থী জমকালো আয়োজনের জান ই আলম সরকার স্কুলে ছাত্র-ছাত্রীদের ক্লাস পার্টির -২০২৪ টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ ২ জাতির কাছে এখন পর্যন্ত আ.লীগ ক্ষমা চাননি: এ্যানি রায়পুরে বাড়ছে সুপারি উৎপাদন ঝালকাঠিতে অনলাইন জুয়ার নেশায় মত্ত তরুণ-যুবকরা, প্রতিকার চায় সচেতন মানুষ কেশবপুরে মাচা পদ্ধতিতে পটল চাষে বাম্পার ফলন
ময়মনসিংহে সড়কে ট্রাফিক ব‍্যবস্থাপনায় কাজ করবেন ৬০ শিক্ষার্থী

ময়মনসিংহে সড়কে ট্রাফিক ব‍্যবস্থাপনায় কাজ করবেন ৬০ শিক্ষার্থী

ময়মনসিংহ অফিস :ময়মনসিংহ নগরীতে ট্রাফিক ব‍্যবস্থাপনায় ৬০ শিক্ষার্থীকে যুক্ত করা হয়েছে। এতে ট্রাফিক ব‍্যবস্থায় দৃশ‍্যমান পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। রোববার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে ওই শিক্ষার্থীদের অনুষ্ঠানিকভাবে যুক্ত করা হয়। এ সময় ট্রাফিক কাজে যুক্ত হওয়া শিক্ষার্থীদের মধ‍্যে ট্রাফিক পোশাক, ছাতাসহ নানা ধরনের সরঞ্জাম বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. মো. আশফাকুর রহমান, পুলিশ সুপার (এসপি) মো. আজিজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম‍্যাজিস্ট্রট লুতফুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় রেঞ্জ ডিআইজি ড. আশফাকুর রহমান বলেন, নিজেদের জীবন দিয়ে শিক্ষার্থীরা ফ‍্যাসিজম থেকে দেশকে মুক্ত করেছে এবং এই আন্দোলনকে সফল করেছে। দেশ পুর্নগঠনে শিক্ষার্থীদের অংশগ্রহণের কোনো বিকল্প নেই। এই অবস্থায় শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক ট্রাফিক ব‍্যবস্থা গড়ে উঠবে বলে প্রত‍্যাশা করছি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতিমধ্যে ৬০ জন শিক্ষার্থীকে ট্রাফিক সিস্টেম বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা চলতি ট্রাফিক সপ্তাহে নির্দিষ্ট সময় পর্যন্ত মাঠে কাজ করবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |