বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহ জিলা স্কুলের ৭ম শ্রেনীর ছাত্র রিফাত আহম্মেদ (১৪) নিখোঁজ হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর জিলা স্কুলের কাছ থেকে সে নিখোঁজ হয়ে যায়। এ বিষয়ে রিফাতের বাবা শাহিনুর রহমান ময়মনসিংহ কোতোয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরী করেছেন।
জানা যায়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টার দিকে ময়মনসিংহ জিলা স্কুল থেকে পরীক্ষা শেষ করে বের হয়। তার পর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে তার পরিবারের লোকজন ময়মনসিংহ জিলা স্কুল ও আশেপাশের সম্ভাব্য সকল জায়গাসহ নিকট আত্মীয় স্বজনদের নিকট খোঁজ করেও রিফাত আহম্মেদের কোনো সন্ধ্যান না পেয়ে শাহিনুর রহমান ময়মনসিংহ কোতোয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরী দায়ের করেন।
হারানো ব্যক্তির বিবরণ:- নাম: মোঃ রিফাত আহম্মেদ (১৪), পিতা:- মোঃ শাহিনুর রহমান, মাতা:- মোছাঃ রিনা বেগম, গায়ের রং: ফর্সা, মুখমন্ডল: গোলাকার, উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় পড়নে ছিলো সাদা শার্ট এবং খাকি ফুল প্যান্ট (জিলা স্কুল ড্রেস)।
ঠিকানা: ১৩ বীর, মোমেনশাহী সেনানিবাস, থানা: কোতোয়ালী, জেলা:- ময়মনসিংহ।
হারানো ব্যক্তি রিফাত আহম্মেদকে কোথাও পাওয়া গেলে নিকটস্থ থানা অথবা ০১৩০৫-৯৫৮৩৫১ (রিফাতের বাবা) মোবাইল নম্বরে অবগত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।