রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন

আপডেট
বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের নতুন কমিটি গঠন “সভাপতি আজিবুর, সম্পাদক তানভীর, সহ-সভাপতি সোহেল বিন আজাদ” বিচারপতিদের অপসারণের ক্ষমতা ফিরল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আওয়ামী লীগ জুলুমবাজ দল: জামায়াত আমির জামায়াতের কর্মী সম্মেলনে কুরআনের আয়াত পড়ে বক্তব্য দিলে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষক আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ পবিবর্তনে হাল ধরতে হবে: মাসুদুর রহমান কক্সবাজারে এক নারী মানষিক ভারসাম্যহীন হয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা  টঙ্গীতে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন পূর্বধলার শিবপুরে কৃষক রবিকুল হত্যার শাস্তির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে সিআরডি স্কুলের বিজ্ঞান ও গণিত মেলা অনুষ্ঠিত সন্তানের নামে ট্যাটু আঁকার পর ভিনিসিয়াস জানলেন, তিনি বাবা নন
এখনো সেমিফাইনালের স্বপ্ন দেখছে শান্ত-মুস্তাফিজরা

এখনো সেমিফাইনালের স্বপ্ন দেখছে শান্ত-মুস্তাফিজরা

ক্রিড়া প্রতিবেদক: বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে দাপুটে জয় পেলেও পরবর্তী দুই ম্যাচে প্রতিপক্ষের সামনে নূন্যতম লড়াইটাও করতে পারেনি টিম টাইগার। তবে এমন হতাশাজনক শুরুর পরেও সেমিফাইনালের আশা ছাড়েনি টাইগাররা। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে মিক্সড জোনে মুস্তাফিজ এবং সংবাদ সম্মেলনে নাজমুল হাসান শান্ত এমনটাই বলেছেন।

আসর শুরুর আগে টাইগারদেরকে ঘিরে বাংলাদেশের সর্বস্তরের ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা ছিলো আকাশচুম্বী। বিশেষ করে বিগত দিনগুলোতে টাইগারদের বোলিং ইউনিটের উন্নতি ভালো কিছুর আশা দেখাচ্ছিল সবাইকে। কিন্তু বিশ্বকাপে নিজেদের প্রথম তিন ম্যাচে আশানুরূপ ফলাফল দেখাতে পারেনি বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় তুলে নেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে টাইগারদের বোলিং দাপটে মাত্র ১৫৬ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান।

জবাবে শান্ত মেরাজদের সাবলীল ব্যাটিংয়ে সহজ জয়ের দেখা পায় টাইগাররা। তবে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা দলটি দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে টাইগারদের বোলিং ব্যর্থতায় লক্ষ্য দাঁড়ায় ৩৬৫ রানে। জবাবে মাত্র ২২৭ রানে অলআউট হলে ১৩৭ রানের বড় হারের স্বাদ পায় বাংলাদেশ। এরপর শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যর্থ বাংলাদেশ। এদিন ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং তিন বিভাগেই ছন্নছাড়া পারফরম্যান্সে আট উইকেটের বড় পরাজয় বরণ করে টাইগাররা।

শুক্রবার ম্যাচ শেষে মিক্সড জোনে গণমাধ্যমের সাথে আলাপকালে ম্যাচটি সম্পর্কে মুস্তাফিজুর রহমান বলেন, “আমরা শুরু ভালো করেছিলাম। আরও ৩০ রান বেশি থাকলে তারা হয়ত আরও রিস্ক নিত। এখানের উইকেট আসলে ভালো জায়গায় বল করলে ভালো করা যাবে এরকম ছিল। (বাংলাদেশের রান) ২৮০ রান হলে ভালো হত।”

এসময় সেমিফাইনালে খেলা সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে মুস্তাফিজ বলেন, “দেখুন অসম্ভব কিছুই না। আমরা তো ছয় ম্যাচে (বাকি ৬ ম্যাচ) ছয়টাই জিততে পারি।” ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের সহ-অধিনায়ক নাজমুল হাসান শান্ত বলেন, “কামব্যাক করা সম্ভব। অবশ্যই কামব্যাক করা সম্ভব। ব্যাটিং ভালো হচ্ছে না। আমরা যদি বোলারদের ভালো রান এনে দিতে পারি… উইকেটগুলো ভালো। ব্যাটাররা দায়িত্ব নিয়ে ভালো টোটাল বোলারদের দেওয়াটা গুরুত্বপূর্ণ। প্রত্যেক ব্যাটারকে দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে।” পরপর দুই ম্যাচের ভরাডুবির পরেও শান্ত মনে করেন ভালো খেললে এখনও সেমিফাইনালে যাওয়া সম্ভব।

তিনি বলেন, “সেমিফাইনালের কথা যেটা বললেন, অবশ্যই ভালো খেলতে হবে। আগে থেকেই যদি চিন্তা করি… এটার থেকে ইম্পরট্যান্ট হলো কীভাবে ভালো খেলছি। কামব্যাক করা জরুরি। একটা ভালো ম্যাচ দলের পরিবেশ বদলে দেবে।” আগামী ১৯ অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে মাঠে নামবে টাইগাররা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |