শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন

আপডেট
বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল-আর্জেন্টিনার হার, পয়েন্ট টেবিলে কে কোথায়

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল-আর্জেন্টিনার হার, পয়েন্ট টেবিলে কে কোথায়

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল-আর্জেন্টিনার হার, পয়েন্ট টেবিলে কে কোথায়

দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে একই দিনে পরাজয়ের স্বাদ পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টানা ১২ ম্যাচে অপরাজিত থাকা আর্জেন্টিনাকে থামিয়ে দেয় কলম্বিয়া আর ২০০৮ সালের পর ব্রাজিলের বিপক্ষে প্রথম জয় তুলে নেয় প্যারাগুয়ে। যুক্তরাষ্ট্রে বসা সবশেষ কোপা আমেরিকা ফাইনালে এই আর্জেন্টিনার কাছে হেরেই ২৩ বছর পর শিরোপা জয়ের স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছিল কলম্বিয়াকে। সঙ্গে নিজেদের ইতিহাসে টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডেও ছেদ পড়েছিল। দুই মাসেরও কম সময়ের ব্যবধানে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে ঘরের মাঠে সেই আর্জেন্টিনাকে পেয়ে মধুর প্রতিশোধ নেয় কলম্বিয়া। লিওনেল স্কালোনির দলকে ২-১ গোলে হারিয়ে দিল স্বাগতিকেরা। এতে টানা ১২ ম্যাচ পর পরাজয়ের শিকার হয় আলবিসেলেস্তেরা।

একই দিন প্যারাগুয়ের মুখোমুখি হয় নেইমারবিহীন ব্রাজিল। আসুনসিওনে ওই ম্যাচে দরিভাল জুনিয়রের দলকে ১-০ গোলে হারায় স্বাগতিক প্যারাগুয়ে। ম্যাচের মাত্র ২০ মিনিটে ব্রাজিলের রক্ষণভাগকে মোটামুটি দর্শক বানিয়ে গোল করেন প্যারাগুয়ে মিডফিল্ডার দিয়েগো গোমেজ।২০০৩ থেকে ২০২২ সালের বিশ্বকাপ পর্যন্ত দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৭১ ম্যাচ খেলে মাত্র পাঁচটিতে হেরেছিল ব্রাজিল। কিন্তু এবার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আট ম্যাচ খেলেই চার ম্যাচেই হেরেছে সেলেসাওরা। কলম্বিয়ার কাছে হারলেও ২০২৬ বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট টেবিলের প্রথম স্থানেই রয়েছে আর্জেন্টিনা। তবে সবশেষ ম্যাচ হরে পাঁচে নেমে গেছে ব্রাজিল। এই মহাদেশ থেকে পয়েন্ট টেবিলে শীর্ষ ছয় দল সরাসরি জায়গা পাবে বিশ্বকাপের চূড়ান্তপর্বে। সপ্তম দলটিকে খেলতে হবে প্লে অফ। প্রতিটি দল খেলবে ১৮ ম্যাচ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |