সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন

আপডেট
হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন : আসিফ নজরুল হঠাৎ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ছাত্রলীগের ঝটিকা মিছিল নারায়ণগঞ্জে যানজট নিরসন, চাঁদাবাজী বন্ধ ও বাজার সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবীতে মানববন্ধন বগুড়ায় একসঙ্গে ৪ সন্তানের জন্ম এখন জনগন নয় নেতারাই জনগনের কাছে পৌঁছে যাবে: যুবদল সাধারন সম্পাদক নয়ন চবি শিক্ষার্থীদের সাথে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৩ ১৩০ কিলোমিটার গতিতে হারিকেন আঘাত হানল ‘অস্কার’ ইসরায়েলের লাগামহীন হামলায় নিহত আরও ৮৪ ফিলিস্তিনি অজ্ঞাতস্থান থেকে ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের বিবৃতি ময়মনসিংহে ডিবির সাবেক এসআই আকরাম হোসেনসহ ১৭ পুলিশের বিরুদ্ধে মামলা
বান্দরবানের দুই উপজেলায় ভ্রমণে নিরুৎসাহিত করল প্রশাসন

বান্দরবানের দুই উপজেলায় ভ্রমণে নিরুৎসাহিত করল প্রশাসন

জেলা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানের দুই উপজেলার গহীন অরণ্যে সন্ত্রাসীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানের কারণে নিরাপত্তার স্বার্থে রুমা ও রোয়াংছড়ি উপজেলার পর্যটনকেন্দ্রগুলোতে অনির্দিষ্টকালের জন্য ভ্রমণে নিরুউৎসাহিত করা হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) রাতে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে বান্দরবানের সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান চলছে। তাই বান্দরবানে ঘুরতে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তার স্বার্থে রুমা ও রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিরুৎসাহিত করা হয়েছে। রোয়াংছড়ি উপজেলার দেবতাকুম, শীলবান্ধা ঝর্ণা, শিপ্পি পাহাড়, রুমা উপজেলার রহস্যময় বগা লেক, রাইক্ষ্যংপুকুর লেক, ক্যাওক্রাডং, তাজিংডং, জাদীপাই ঝর্ণা, তিনাপ সাইতার, রিজুক ঝর্ণাসহ দুই উপজেলার আশপাশের দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ করতে পারবেন না পর্যটকরা।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন শিবলী ঢাকা পোস্টকে বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তার স্বার্থে রুমা উপজেলায় ভ্রমণ অনির্দিষ্টকালের জন্য নিরুৎসাহিত করা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই ঝুঁকিপূর্ণ পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের ভ্রমণে না আসার অনুরোধ করা হয়েছে।

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান, যৌথ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার কারণে নিরাপত্তার স্বার্থে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিরুউৎসাহিত করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় অভিযান শেষ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এটা বলবৎ থাকবে। তবে রুমা ও রোয়াংছড়ি উপজেলা বাজার স্থানীয় ও ব্যবসায়ীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |