মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন

মঙ্গলবার পূর্ণ চন্দ্রগ্রহণ

মঙ্গলবার পূর্ণ চন্দ্রগ্রহণ

ঢাকা: মঙ্গলবার (৮ নভেম্বর) পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকে এ দৃশ্য দেখা যাবে।

আবহাওয়াবিদ মহা. আছাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকায় গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ১২ মিনিট ৪৮ সেকেন্ডে আর শেষ হবে সন্ধ্যা ৭টা ৫৭ মিনিট ৫৪ সেকেন্ডে।

ময়মনসিংহে গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ১১ মিনিট ১২ সেকেন্ডে আর শেষ হবে সন্ধ্যা ৭টা ৫৬ মিনিট ১৮ সেকেন্ডে।

চট্টগ্রামে গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ৯ মিনিট ১৮ সেকেন্ডে আর শেষ হবে সন্ধ্যা ৭ টা ৫৪ মিনিট ২৪ সেকেন্ডে।

সিলেটে গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ৫ মিনিট ছয় সেকেন্ডে আর শেষ হবে ৫টা ৫০ মিনিট ১২ সেকেন্ডে।

খুলনায় গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ১৭ মিনিট ৪২ সেকেন্ডে আর শেষ হবে রাত ৮টা ২ মিনিট ৪৮ সেকেন্ডে।

বরিশালে গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ১৪ মিনিট ২৪ সেকেন্ডে আর শেষ হবে সন্ধ্যা ৭টা ৫৯ মিনিট ৩০ সেকেন্ডে।

রাজশাহীতে গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ১৮ মিনিট ৩৬ সেকেন্ডে আর শেষ হবে রাত ৮টা ৩ মিনিট ৪২ সেকেন্ডে।

রংপুরে গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ১৪ মিনিট ৩০ সেকেন্ডে আর শেষ হবে রাত ৮টা ২৬ সেকেন্ডে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া সার থেকে উত্তর-পশ্চিম মহাসাগরের দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে চাঁদের প্রবেশ হবে দুপুর ২টা ২৪ সেকেন্ডে। পূর্ণগ্রহণ শুরু হবে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের ওশান ভিউ থেকে দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে বিকেল ৪টা ১৪ মিনিট ১৮ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ হবে যুক্তরাষ্ট্রের জনস্টন অ্যালট এটল থেকে উত্তর-পূর্ব দিকে উত্তর প্রসন্ন মহাসাগরে বিকেল ৪টা ৫৯ মিনিট ৬ সেকেন্ডে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |