মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন

আপডেট
রাজশাহীতে দুটি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩০০ বাড়ির সন্ধান ময়মনসিংহ রেঞ্জের মাসিক এবং ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে জাল কাগজে সরকারি জলমহাল আত্মসাতের চেষ্টার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন  নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন ৩০০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বিএফআইইউর খুলনায় কলেজছাত্র হাসিব হত্যা মামলায় ২১ জনের যাবজ্জীবন রয়্যাল এনফিল্ড কিনতে মধ্যরাত থেকে ক্রেতার লাইন দেশে প্রথম মরণঘাতী গ্ল্যান্ডার্স জীবাণুর উপস্থিতি পর্যবেক্ষণ মিরসরাইয়ে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণ মহড়া
১৩ বছরে বাংলাদেশ বদলে গেছে : প্রধানমন্ত্রী

১৩ বছরে বাংলাদেশ বদলে গেছে : প্রধানমন্ত্রী

অনলাইন  ডেস্ক:

আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় ১৩ বছরে বাংলাদেশ বদলে গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৩ নভেম্বর) সকালে বিজিএমইএ কর্তৃক আয়োজিত ‘মেইড ইন বাংলাদেশ উইক ২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতা ১৩ বছর পূর্ণ হয়ে এখন প্রায় ১৪ বছর চলছে। ২০০৮ সালে নির্বাচনি ইশতেহারে বাংলাদেশকে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আজ সত্যিই বাংলাদেশ বদলে গেছে। নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করেছি। এ সময় রপ্তানি খাতকে আরও প্রসারিত করতে সরকার দীর্ঘমেয়াদি প্রণোদনা প্রদান করবে বলেও জানান শেখ হাসিনা।তিনি বলেন, করোনার সময়ে বৈশ্বিক মন্দায় রপ্তানি খাত শক্তভাবে মোকাবিলা করেছে সরকার। আর তা সম্ভব হয়েছে সরকারের প্রণোদনার কারণে।

সরকারপ্রধান বলেন, তৈরি পোশাক রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখতে নগদ অর্থ সহায়তা ও অন্যান্য সুবিধা প্রদান করা হয়েছে। ওয়ারহাউস সুবিধা, বিনা শুল্কে কাঁচামাল আমদানি সুবিধা, ব্যাক টু ব্যাক ঋণপত্র খোলার সুবিধা, হ্রাসকৃত শুল্কে মেশিনারিজ আমদানি, রপ্তানিমুখী শিল্পে অনুকূলে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) আমরা রিজার্ভের টাকা দিয়েই করে দিয়েছি। তিনি বলেন, বিশেষ প্রণোদনার ব্যবস্থা করার সুফল আমরা পাচ্ছি। সকল বাধা অতিক্রম করে এখন ব্যবসাবাণিজ্য চলছে।

প্রধানমন্ত্রী বলেন, আমার রাজনীতি দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য। তাদের দক্ষতা যোগ্যতা কাজে লাগাতে হবে। সাড়ে ১৬ কোটির ওপরে মানুষ। তাদের খাদ্য নিরাপত্তা দিতে হবে। নিজেরা উৎপাদন করতে হবে। ভিক্ষা করে চলব না। এ সময় শিল্পকারখানাকে পরিবেশবান্ধব হওয়ার তাগিদ দেন শেখ হাসিনা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |