মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন

বন্য হাতি তাড়াতে গিয়ে প্রাণ গেল কৃষকের

বন্য হাতি তাড়াতে গিয়ে প্রাণ গেল কৃষকের

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার কলমাকান্দায় ফসল রক্ষায় বন্য হাতি তাড়াতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ওই কৃষক মো. নুরুল ইসলাম (৩৫)। সে উপজেলার রংছাতি ইউনিয়নের সন্নাসী পাড়ার মফিজুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি মো. আব্দুল আহাদ খান।

জানা যায়, সোমবার রাত ১০ দিকে একদল বন্য হাতি কৃষকদের ফসলের মাঠে হানা দেয়। পরে ফসল রক্ষায় আট-নয় জন বন্য হাতি তাড়াতে মাঠে অবস্থান নেয়।

এসময় হাতির দলের ধাওয়া খেয়ে অন্যরা পালাতে পারলেও নুরুল ইসলাম হাতির আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত হন। পরে অন্য কৃষকদের ডাক চিৎকারে গ্রামবাসি ধাওয়া করলে ভারতের পাহাড়ে চলে যায় হাতির দল।

এ ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |