বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন

বকশীগঞ্জে প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ভেড়া বিতরণ

বকশীগঞ্জে প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ভেড়া বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে “উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের” আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে সোমবার (১৪ নভেম্বর) বিকালে ভেড়া বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নের ২৫ জন সুফলভোগীর মাঝে ৭৫ টি ভেড়া বিতরণ করা হয়।

ভেড়া বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল মান্নান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সোবহান আহমেদ ফাহাদ, এনএটিপি-২ প্রকল্পের সম্প্রসারণ কর্মকর্তা ডা. নাজমুন নাহার, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু , সাংবাদিক মনিরুজ্জামান লিমন সহ উপজেলা প্রাণি সম্পদ বিভাগের কর্মকর্তা কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |