মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন

ঘোড়াঘাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপিত

ঘোড়াঘাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
“দুঘর্টনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে কুচকাওয়াজ ও মহড়ার মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২২ইং উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ১২ টায় ফায়ার স্টেশন চত্বরে ওয়্যারহাউজ ইন্সপেক্টর (ঢাকা) সংযুক্ত-ঘোড়াঘাট ফায়ার স্টেশন নিরঞ্জন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম জাতীয় পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিক ভাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন।

দিনটি উপলক্ষে ফায়ার স্টেশনের আঙিনা ও ভবন রঙিন পতাকা, ব্যানার ফেস্টুন দ্বারা সাজানো হয়।

ফায়ার স্টেশনের সাব-অফিসার শফিকুল ইসলাম, লিডার জিয়াউর রহমান ও মুক্তি মাহমুদ ফায়ার স্টেশনের গাড়ি পাম্প, অগ্নি নির্বাপন ও উদ্ধার সরঞ্জামাদি প্রদর্শন করেন এবং কোন অস্ত্রের কি ব্যবহার তা প্রধান অথিতিসহ গণমাধ্যমকর্মীদের মাঝে উপস্থাপনা করেন।

এসময় অত্র ফায়ার স্টেশনের সকল ফায়ার ফাইটারগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |