বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৫:২০ অপরাহ্ন

সারা দেশে বিশেষ অভিযান

সারা দেশে বিশেষ অভিযান

অনলাইন  ডেস্ক:

অপরাধ নিয়ন্ত্রণে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে সারা দেশে বিশেষ অভিযান চালাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ১৫ ডিসেম্বর পর্যন্ত তা অব্যাহত থাকবে।

সিএমএম আদালত এলাকায় পুলিশের হাত থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার প্রেক্ষাপট বিবেচনা এবং বিজয় দিবস, বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করতে চলমান অভিযানের পাশাপাশি ১৫ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দপ্তর।অন্যান্য স্থানের পাশাপাশি আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীদের লুকিয়ে থাকার সম্ভাব্য স্থানগুলোতে কার্যকর অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।

অভিযানে জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি, অবৈধ অস্ত্রধারী, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে প্রত্যেক মেট্রোপলিটন কমিশনার, প্রত্যেক রেঞ্জের ডিআইজি ও সারা দেশের পুলিশ সুপারদেরকে মঙ্গলবার এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. হাসানুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |