বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৫:২২ অপরাহ্ন

তিন মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স নভেম্বরে

তিন মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স নভেম্বরে

দেশে গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে নভেম্বরে। মাসটিতে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যা (প্রতি ডলার ১০৭ টাকা ধরে) ১৭ হাজার ৬৩ কোটি টাকার বেশি। আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এছাড়া রেমিট্যান্সের ওপর আড়াই শতাংশ হারে সরকার প্রণোদনা দিচ্ছে। বর্তমানে ১০৭ টাকায় রেমিট্যান্স ও ১০০ টাকায় রপ্তানি বিলের মাধ্যমে আসা ডলার সংগ্রহ করছে ব্যাংক। এতেও রেমিট্যান্স বৃদ্ধি পাচ্ছিল না। তবে সর্বশেষ নভেম্বর মাসে আগের তিন মাসের তুলনায় রেমিট্যান্সের পরিমাণ কিছুটা বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, চলতি অর্থবছরের নভেম্বরে সরকারি মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৬ কোটি ৮০ লাখ ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ৯৩ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫২ লাখ ডলার এবং বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩ কোটি ২১ লাখ ডলার।
প্রসঙ্গত, গত মাসে (অক্টোবর) রেমিট্যান্স এসেছিল ১৫২ কোটি ৫৪ লাখ ডলার। সে হিসাবে অক্টোবর অপেক্ষা নভেম্বরে ৬ কোটি ৯৩ লাখ ডলার বেশি এসেছে। তবে ২০২১ সালের নভেম্বরের চেয়ে এ বছর নভেম্বরে ৪ কোটি ডলার বেশি রেমিট্যান্স এসেছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |