শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন

ড.মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল

ড.মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল

স্টাফ রিপোর্টার :
অন্তর্র্বতীকালিন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা নূর জাহান বেগমসহ ১৪ জনকে অব্যাহতি দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তাদের বিরুদ্ধে এ মামলায় চার্জশিট দিয়েছিলো। সংস্থাটির আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো: রবিউল আলম এ আদেশ দেন। একই সংস্থা চলতিবছর ২৯ জানুয়ারি প্রফেসর মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিলো। চার্জশিটে ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের প্রায ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগ আনা হয়।

গতবছর ৩০ মে দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। গতকাল ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অন্য অভিযুক্তদেরও খালাস দেয়া হয়। চার্জশিট ভুক্তদের মধ্যে ছিলেন, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো: নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো: আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো: শাহজাহান, নূরজাহান বেগম (বর্তমানে অন্তর্র্বতীকালিন সরকারের উপদেষ্টা) , এস এম হুজ্জাতুল ইসলাম লতিফী, অ্যাডভোকেট মো: ইউসুফ আলী ও জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো: কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, ইউনিয়নের প্রতিনিধি মো: মাইনুল ইসলাম ও দফতর সম্পাদক মো: কামরুল হাসান।

এর আগে গত ৭ আগস্ট কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের দায়েরকৃত মামলায় ড. মুহাম্মদ ইউনূসের দ-াদেশ বাতিল করে শ্রম আপিল ট্রাইব্যুনাল। এর পরদিন ৮ আগস্ট তিনি অন্তর্র্বতীকালিন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন।
উল্লেখ্য, বিচারিক হয়রানির অংশ হিসেবে বিশ্ববরেণ্য এই অর্থনীতিবিদকে শেখ হাসিনার প্রশাসন একের পর এক মামলা দিয়ে বিপর্যস্ত করে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার এক নজিরবিহীন অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার দেড় দশকের স্বৈরশাসনের উৎখাত হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |