বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন

ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক মহান বিজয় দিবস পালিত

ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক মহান বিজয় দিবস পালিত

রেজাউল করিম রেজা, ময়মনসিংহ : ময়মনসিংহে সকালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবস। এরপর ময়মনসিংহ রাইফেলস ক্লাবে শ্যুটিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিগন।

উক্ত অনুষ্ঠান শেষে বিজয় মেলার উদ্বোধনের পর ১১ ঘটিকায় অনুষ্ঠিত আলোচনা সভা এবং শহিদ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের শ্রদ্ধা জ্ঞাপনপূর্বক সংবর্ধনা প্রদান করা হয়। বিকেলে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন এর মাঝে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ।

পরিশেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত নানা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে সমাপ্ত হয় দিবসটি। দিবসের বিভিন্ন পর্যায়ে প্রদত্ত বক্তব্যে স্বাধীনতার আদর্শে অনুপ্রাণিত হয়ে সাম্য ও মানবিক মর্যাদাপূর্ণ সমাজ গড়ে তোলার জন্য সকলকে আহবান জানান ময়মনসিংহ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |