মোঃ রুবেল, ময়মনসিংহঃ
আজ ২৪শে আগষ্ট ২০২২ইং তারিখে ময়মনসিংহ জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের পক্ষ হতে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম-সেবা, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে বদলিজনিত বিদায় সংবর্ধনা জানানো হয়।
ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সকল পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।
বিদায় অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পুলিশ সুপার অত্র জেলায় কর্মকালে তাকে সহায়তা করার জন্য সকল অফিসার-ফোর্সকে ধন্যবাদ জানান। উপস্থিত পুলিশ সদস্যরা পুলিশ সুপার মহোদয়ের কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও তার সুস্বাস্থ্য কামনা করেন। উল্লেখ্য, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা সম্প্রতি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন। সরকার তাকে বাংলাদেশ পুলিশের মর্যাদাপূর্ণ ইউনিট বিশেষ শাখা (এসবি), ঢাকায় পদায়ন করেছে।