শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন

আপডেট
ইবিতে দ্বিতীয় মেধাতালিকার ভর্তি শেষে ১৩২৬ আসন ফাঁকা 

ইবিতে দ্বিতীয় মেধাতালিকার ভর্তি শেষে ১৩২৬ আসন ফাঁকা 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত ২০২১-২২ শিক্ষাবর্ষের দ্বিতীয় মেধাতালিকায় ভর্তি সম্পন্ন হয়েছে। এতে তিন ইউনিটে ১৯৯০ টি আসনের বিপরীতে ভর্তি হয়েছে ৬৬৪ জন শিক্ষার্থী। আসন ফাঁকা রয়েছে ১ হাজার ৩২৬ টি। যা মোট আসনের ৬৭ শতাংশ। শনিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ৯৪৯ টি আসনের বিপরীতে ২৬৬ জন, ‘বি’ ইউনিটে (মানবিক) ৬০৮ টি আসনের বিপরীতে ২১৩ জন, ‘সি’ ইউনিট (বাণিজ্য) থেকে ৪৩৩ আসনের বিপরীতে ১৮৫ জন ভর্তি হয়েছেন। তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছিল ৪২ হাজার ৯৬৫টি।

আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আহসান উল আম্বিয়া বলেন, ভর্তির সঠিক সংখ্যার হিসাব রাখা একটু জটিল হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত যারা ভর্তি হয়েছেন তারা অনেকেই আবার অন্য বিশ্ববিদ্যালয়েও মাইগ্রেশনের মাধ্যমে চলে যেতে পারে। আবার অন্য বিশ্ববিদ্যালয় থেকেও মাইগ্রেশনের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ে চলে আসতে পারে। তাই বর্তমান ভর্তির সংখ্যাটাই যে ঠিক থাকবে তা এখনই বলা যাচ্ছে না।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |