শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন

আপডেট
ময়মনসিংহ-৩ আসনে জামানত হারালেন সাত প্রার্থী

ময়মনসিংহ-৩ আসনে জামানত হারালেন সাত প্রার্থী

মতিউর রহমান খান, স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এ উপজেলার মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ৪০ জন। রোববার (৭ জানুয়ারি/২৪)  ৯১টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন ১ লাখ ২০ হাজার ৭৭১ জন। কাস্টিং ভোটের শতকরা হার ৪৩.৭৫শতাংশ। স্থগিতকৃত ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে শনিবার (১৩ জানুয়ারি)।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বান অফিসার মো. ফারুক মিয়া সাংবাদিকদের জানান, কাস্টিং ভোটের ৮ ভাগের একাংশ ভোট না পাওয়ায় এ আসনে ৯ জনের মধ্যে ৭ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ডা. মোস্তাফিজুর রহমান আকাশ, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী মো. জামাল উদ্দিন, বাংলাদেশ পিপলস পার্টি (এনপিপি) আম প্রতীকের প্রার্থী শফিউল আলম লিংকন, কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরীফ হাসান অণু, ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য মোর্শেদুজ্জামান সেলিম, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নাজনীন আলম ও কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন।
নির্বাচনে ফলাফলে দেখা গেছে, কেটলি প্রতীক ৯ হাজার ২২৬ ভোট, ঈগল প্রতীক পেয়েছে ২ হাজার ২৫০ ভোট, কাঁচি প্রতীক ৮৯৩ ভোট, লাঙ্গল প্রতীক ৩৪৯ ভোট, সোনালী আঁশ প্রতীক ১৫২ ভোট, আম প্রতীক ১১৭ ভোট, ফুলকপি প্রতীক ১০০ ভোট পেয়েছেন। এরমধ্যে লাঙ্গল ও ফুলকপি প্রতীকের প্রার্থী  সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট গ্রহনের আগে নির্বাচন থেকে সরে গিয়েছিলেন। এ আসনে ৯১টি কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি পেয়েছেন ৫৩হাজার ১৯৬ ভোট। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা পেয়েছেন ৫২হাজার ২১১ ভোট। এখানে নৌকা প্রতীকের প্রার্থী ৯৮৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। স্থগিত ভালুকাপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোটার সংখ্যা ৩০৩২জন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |