মো. আব্দুল মান্নান : ময়মনসিংহের ফুলপুর উপজেলার নতুন ইউএনও ৩৫তম বিসিএস ক্যাডার এ. বি. এম. আরিফুল ইসলাম বলেছেন, নির্বাচনের সময় আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন আগামী দিনেও সেরকম সহযোগিতা আপনাদের নিকট আমি চাই। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি ২০২৪) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে তিনি একথা বলেন। তিনি ২০২৩ সনের ২৬ ডিসেম্বর ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করার পর ৭ জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় উপজেলার সুধী সমাজ বা কোন সরকারি বেসরকারি কর্মকর্তার সাথে পরিচিতি সভা বা মতবিনিময় করতে পারেননি।
তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. বি. এম. আরিফুল ইসলাম বলেন, নির্বাচনের সময় সকল দপ্তর থেকে আমাকে সহযোগিতা করা হয়েছে। এজন্য সরকারি বেসরকারি সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, এখানের রাজনীতিবিদরা আন্তরিক। তারা মানুষকে সম্মান দিতে জানেন। ইউপি চেয়ারম্যানসহ নির্বাচনের সময় যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা তা সুন্দরভাবে পালন করেছেন। মুক্তিযোদ্ধা পরিবারের এ সন্তান আরও বলেন, সরকারি নির্দেশনায় আমি এখানে এসেছি। আমি আপনাদের সহযোগিতা চাই। ফুলপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই। আপনারা যে কোন সময় আমাকে স্মরণ করবেন। যে কোন সময় আপনারা আমাকে কল দিতে পারবেন। ইনশাআল্লাহ পাশে পাবেন।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা আতাউল্লাহ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবির, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল কুমার সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরিতোষ কুমার দত্ত, ফুলপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম, শিক্ষক নেত্রী রোকসানা ইয়াসমিন রিটা, ছনধরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা সার বীজ সমিতির সভাপতি গোলাম মর্তুজা লাল মিয়া তালুকদার, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, নাজিম উদ্দিন, রফিকুল ইসলাম প্রমুখ।
একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধরের উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ প্রিন্স, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, উপজেলা প্রকৌশলী রাকিব উল হাফিজ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্যা আল বাকী, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বশার ভূঞা, উপজেলা কৃষি অফিসার ফারুক আহম্মেদ, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, বওলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাতেন খান, কাতুলী এমদাদীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, কাজিয়াকান্দা কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোসলেহ উদ্দিন, সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান শাহা আলী, ভাইটকান্দি ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন, ফুলপুর সদর ইউপি চেয়ারম্যান রেজাউল হক রাসেল, পয়ারী ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম, রূপসী ইউপি চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী, বালিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার মোজাহিদ সরকার, সিনিয়র সাংবাদিক এটিএম রবিউল করিম রবি, এম এ মান্নান, উপজেলা নির্বাচন অফিসার বেলাল হোসাইন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এএসএম আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম, সহকারী প্রোগ্রামার জহিরুল হক, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার সাদেকুল ইসলাম প্রমুখ। সবশেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।