শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৯:৫১ পূর্বাহ্ন

আপডেট
উত্তরা ইউনিভার্সিটিতে নারী দিবস পালিত

উত্তরা ইউনিভার্সিটিতে নারী দিবস পালিত

অনলাইন ডেস্ক: নারীর সম-অধিকার, সম-সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ প্রতিপাদ্যকে ধারণ করে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে উত্তরা ইউনিভার্সিটির পাবলিক রিলেশন্স এবং ব্র্যান্ড-কমিউনিকেশন। গত শুক্রবার (৮ মার্চ) উত্তরা ইউনিভার্সিটির অডিটোরিয়ামে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা উনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী। নারী দিবস উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা বলেন, নারীদের উন্নয়ন, অগ্রগতি, সক্ষমতা, সুস্থতা এবং তাদেরকে উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে উত্তরা ইউনিভার্সিটি। অনুষ্ঠান শেষে উত্তরা বিশ্ববিদ্যালয় কর্মরত নারী কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ উপহার প্রদান করা হয় ইউনিভার্সিটির অফিস অব পাবলিক রিলেশন্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশনের পক্ষ থেকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর হাসফিয়া বশিরউল্লাহ, প্রফেসর মমতাজ বেগম (প্রাক্তন ট্রেজারার), উপদেষ্টা প্রফেসর আয়েশা বেগম, রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী, স্কুল অব এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের ডিন মাহমুদা বেগম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শারমীন আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডমিশন প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশনের বর্তমান ডিরেক্টর ও ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান কাজী তারেক উল্লাহ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |