শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন

আপডেট
আড়াই মাস পর প্রকাশ্যে, মধ্যরাতে চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল ফুলবাড়িয়ায় সাবেক এমপি-ওসি-মেয়রসহ ১৮৫ জনকে আসামি করে মামলা দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে সাবেক স্ত্রীর হামলা আহত ৩ দেশে-বিদেশে বিপুল সম্পদ ‘ইমানদার এসআই রফিকুলের আজ চতুর্থ দফায় দলগুলোর সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা এমপি হওয়ার পথ ধরে এগিয়েছেন মন্ত্রিত্বের পথে, আর গড়েছেন সম্পদের পাহাড় গাজার জাবালিয়ায় ইসরায়েলি হামলা, ২১ নারীসহ নিহত ৩৩ সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গ্রেপ্তার আজ চতুর্থ দফা সংলাপের বসছেন প্রধান উপদেষ্টা, গুরুত্ব পাবে যেসব বিষয় বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
মানুষের বাড়িতে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন রক্তবালক – বোরহান

মানুষের বাড়িতে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন রক্তবালক – বোরহান

জামালপুর প্রতিনিধি : নিঃস্বার্থভাবে মানুষের বাড়িতে গিয়ে উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া মোঃ ফরহাদ আলীর ছেলে বোরহান উদ্দিন(২১)। বর্তমানে ঢাকা ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি গ্ৰামে এসে উপজেলার বিভিন্ন এলাকায় গ্ৰামীণ নারী-পুরুষদের সচেতন করতে উঠান বৈঠক‌ করে যাচ্ছেন।
প্রান্তিক পর্যায়ের মানুষদের সামাজিক সচেতনতা,রক্তদানে সচেতন,থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা, মাদকের কুফল, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার বার্তা দিচ্ছেন। পাশাপাশি গর্ভবতী মায়েদের জন্য সন্তান প্রসবের পূর্বেই দুজন রক্তদাতা প্রস্তুত রাখা, সন্তান প্রসবের সময় রক্তের অভাবে অনাগত সন্তান এবং মাতৃমৃত্যুর প্রতিরোধে সচেতনতার বার্তা দিয়ে যাচ্ছেন।

বৈঠকের মাধ্যমে ‘ মাদক ও বাল্যবিবাহ ‘ কে না বলি স্লোগানে উপস্থিত মানুষকে প্রতিজ্ঞাবদ্ধ করান। কাজটি সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে নিঃস্বার্থভাবে সেবা দেওয়ার উদ্দেশ্যে করে যাচ্ছেন। উপজেলার মানুষকে সচেতন করতে ছুটে চলেন বিভিন্ন এলাকায় এবং উঠান বৈঠক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। মানবিক কার্যক্রমের যুক্ত আছে উপজেলার অনেক তরুণ তরুণী তারাও সচেতন করতে কাজ করে যাচ্ছেন।

উঠান বৈঠক কার্যক্রম নিয়ে বোরহান বলেন, আমি স্বপ্ন দেখি, সুন্দর মানবিক, বৈষম্যমুক্ত সচেতনতার সমাজ বিনির্মাণের।যে সমাজে সকল মানুষের অধিকার সমান থাকবে,ধনী গরিবের কোনো ব্যবধান থাকবে না।সবাই সচেতন হবে, মিলেমিশে সুন্দরভাবে সমাজে বসবাস করবে।সেই ভাবনা থেকে উঠান বৈঠকের মাধ্যমে সচেতন এবং সুন্দর সমাজ বিনির্মাণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবাই সচেতন ও মানবিক হলে সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি আরো বলেন, মাদক ও বাল্যবিবাহ সামাজিক ব্যাধি। তরুণরা যাতে মাদক সেবনে জড়িয়ে না পড়ে এর জন্য পিতা-মাতাদের সচেতন ও প্রতিরোধ গড়ে তুলতে সামাজিক সচেতনতা ছড়িয়ে দিচ্ছি।

তার এই মানবিক কাজ কার্যক্রমকে সাধুবাদ জানান সচেতন মহল।
উঠান বেঠক থেকে মাধ্যমে সচেতন হওয়া কয়েকজন নারী পুরুষের সাথে কথা হয় আমাদের ‌। রুদ্র বয়ড়া গ্ৰামের শেফালী আক্তার বলেন, আমাদের বাড়িতে উঠান বৈঠকের মাধ্যমে মাদক বাল্যবিবাহ কুফল সম্পর্কে বিস্তারিতভাবে জানাতে পেরেছি এবং সচেতন হয়েছি। আমাদের ছেলে -মেয়েদের বাল্যবিবাহ দিমু না। ঢুরিয়ার ভিটা গ্ৰামের নিপা বলেন, গর্ভবতী মায়ের জন্য রক্তদাতা মিল করে রাখতে হয় আগে জানতাম না বৈঠকের মাধ্যমে জানতে পাইছি। এখন সচেতন হয়েছি এখন থেকে মিল করে রাখমু। বয়ড়া গ্ৰামের মাহমুদা, বিন্নাফৈর গ্ৰামের চামেলী বেগম, রামচন্দ্রখালী গ্ৰামের সজিব, ও কোরানীপাড়া গ্ৰামের কালী বেগম সহ অসংখ্য মানুষের সাথে কথা হয়।তারা উঠান বৈঠকের মাধ্যমে সচেতন হয়েছেন ‌। উঠান বৈঠকটি স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি সংগঠনের সার্বিক সহযোগিতায় ও ব্যানারে পরিচালিত হয়। বৈঠকের মাধ্যমে সচেতন হচ্ছেন উপজেলার প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষেরা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |