শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন
রেজাউল করিম রেজা,ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায়ে সহযোগিতা এবং অসদুপায় অবলম্বন করায় এক প্রভাষকসহ ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রোববার সকালে উপজেলার মাহমুদপুর সাহেরা সাফায়েত কলেজে এ ঘটনা ঘটে। ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলিনূর খান এ তথ্য নিশ্চিত করে বলেন, এইচএসসি পরীক্ষায় অসদুপায়ে সহযোগিতা করায় প্রভাষক সাদিকুর রহমান এবং অসদুপায় অবলম্বন করায় উপজেলার মেজর ভিটা এলাকার মর্নিং সান স্কুল অ্যান্ড কলেজের ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে জেলার চার জেলায় ২৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৯টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় এ বছর ৭৮ হাজার ৩৯৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। যা গতবারের চেয়ে ১১ হাজার ৯৭৫ জন বেশি।