শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন

আপডেট
শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণাই পারে আন্তর্জাতিক র‍্যাংকিং এ এগিয়ে যেতে

শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণাই পারে আন্তর্জাতিক র‍্যাংকিং এ এগিয়ে যেতে

শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণাই পারে আন্তর্জাতিক র‍্যাংকিং এ এগিয়ে যেতে

অিনলাইন ডেস্ক: বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানদণ্ডে র‍্যাংকিংয়ে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণার কোনো বিকল্প নেই। এছাড়া, গবেষণার পাশাপাশি পড়াশোনা ও ইলেক্ট্রনিক বইয়ের ব্যবস্থা করলে বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাওয়া সম্ভব বলে এমন মন্তব্য করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ৮ম উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯ টায় সময় উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ কর্মস্থলে যোগদান করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তিন শীর্ষ কর্মকর্তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকতা-কর্মচারী, সাংবাদিক সমিতিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, গবেষণার পাশাপাশি শিক্ষার্থীদের থিসিস পেপারগুলো অনলাইন প্রকাশ করা। অনলাইনে ফরম পূরণের ব্যবস্থা করে শিক্ষার্থীদের হয়রানি কমাতে হবে। শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য চালু হবে শিক্ষক পর্যালোচনা, যেখানে শিক্ষার্থীদের মন্তব্য নেওয়া হবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ে মাদক নির্মূল করার সর্বোচ্চ চেষ্টা করব।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |