সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন

সোহরাওয়ার্দীর সম্মেলনে জনস্রোত, যানজটে স্থবির ঢাকা

সোহরাওয়ার্দীর সম্মেলনে জনস্রোত, যানজটে স্থবির ঢাকা

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার পূর্ব প্রস্তুতির ইসলামি মহাসম্মেলনকে কেন্দ্র করে নগরীতে তীব্র যানজট দেখা দিয়েছে। সকাল থেকেই শাহবাগ, পল্টন ও এর আশেপাশের এলাকায় গাড়ি চলাচল এক প্রকার বন্ধ হয়ে যায়।এ কারণে যানজট পুরো ঢাকায় ছড়িয়ে পড়ে। এর ফলে অফিসগামী ও ফেরত এবং বিশেষ করে জরুরি সেবা প্রয়োজন এমন রোগীরা বেশি ভোগান্তিতে পড়েছেন।মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সড়কে যানজটের এমন চিত্র দেখা গেছে।সোহরাওয়ার্দী উদ্যানে মহাসম্মেলনের কারণে ঢাকা শহরের প্রায় জায়গায় যানজট সৃষ্টি হয়েছে বলে মনে করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জাতীয় প্রেসক্লাব সড়ক, কাকরাইল মোড়, বিজয় সরণি, পল্টন মোড়ে গাড়ির চাপ নিয়ন্ত্রণে হিমশিম খেতে দেখা যায় দায়িত্বরত ট্রাফিক পুলিশদের।

মহাসম্মেলনে যোগ দিতে ফজরের নামাজের পর থেকে সারা দেশ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হতে থাকেন মাওলানা জুবায়েরুল হাসানের অনুসারী আলেম-ওলামারা। সকাল থেকেই পুরো সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের পুরো মাঠ মুসল্লিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।   যানজটের কারণে মহাসম্মেলনে আগত মুসল্লিদের ফুটপাত ও সড়ক দিয়ে দলে দলে হেঁটে যেতে দেখা যায়। এ সময় তাদের হাতে ব্যানার ফেস্টুনও দেখা গেছে। এছাড়ামহাসম্মেলনের কারণে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকায় বিভিন্ন ধরনের প্রাইভেটকার, মাইক্রোবাস ও বড় বড় বাস পার্কিং অবস্থায় দেখা যায়। এসব কারণেই সড়কে যান চলাচলে বাধার সৃষ্টি হয়।

সড়কের দায়িত্ব পালনকালে এক সার্জেন্ট জানান, তাবলিগ জামাতের মহাসম্মেলনের কারণে ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকে মুসল্লিরা। বিভিন্ন যানবাহনে করে তারা ঢাকায় প্রবেশ করেন। একারণে ঢাকার বিভিন্ন স্থানে আজ যানজটের সৃষ্টি হয়। আমতলীতে ছাত্র-ছাত্রীদের আন্দোলনের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তিতুমীর কলেজের ছাত্র-ছাত্রীরা আনুমানিক দুপুর সাড়ে ১২টা থেকে আমতলী ক্রসিংয়ে ইনকামিং ও আউটগোয়িং বন্ধ করে দিয়ে তিতুমীর কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয় ঘোষণা করার দাবিতে আন্দোলন করছেন। এতে যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |