রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আবারও সড়কে অবস্থান ও রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টার পর রেল যোগাযোগ বন্ধ হয়।
বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, মহাখালীতে রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। অবরোধ তুলে নেওয়ার আগপর্যন্ত রেল যোগাযোগ চালু করা সম্ভব হবে না।এর আগে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা মহাখালী রেললাইনের ওপর অবস্থান নেন। এতে রেল ও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।