শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন

আপডেট
সেনাকুঞ্জে খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত : প্রধান উপদেষ্টা কালীগঞ্জে গড়ে উঠেছে হারিয়ে যাওয়া মৃৎশিল্প কিশোরগঞ্জের ভৈরবে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ-২০২৫ এর লিখিত পরিক্ষা সংক্রান্তে ব্রিফিং জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত সেন্ট মার্টিন ভ্রমণে অ্যাপে নিবন্ধন করে নিতে হবে ট্রাভেল পাস মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সাংগঠনিক কর্মশালা গণঅভ্যুত্থানে  নিহত ও আহতদের স্বরণে কেশবপুরে স্বরণ সভা শিক্ষার্থী ভর্তি ও শিক্ষক নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করবো – বাকৃবি উপাচার্য
বাউফলে রাজনৈতিক হালচাল: বিএনপি’তে গ্রুপিং, প্রচারে জামায়াত

বাউফলে রাজনৈতিক হালচাল: বিএনপি’তে গ্রুপিং, প্রচারে জামায়াত

সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালী-২ আসন বাউফল উপজেলা বিএনপিতে এখন চলছে নেতৃত্ব সংকট। এ কারনে মাঠ পর্যায়ে নেতা কর্মীদের মাঝে বিরাজ করছে ধারণ হতাশা। অপরদিকে, জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে কিছুটা স্বস্থির আমেজ বিরাজ করছে। দীর্ঘ ১৭ বছর পর গত ০৭ সেপ্টেম্বর বাউফল পাবলিক মাঠে বিশাল সমাবেশ করেছে দলটি। তবে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর পাল্টে গেছে বাউফল উপজেলার রাজনৈতিক অঙ্গন।

এখানে বিএনপির অভ্যন্তরীন কোন্দল, লোবিং- গ্রুপিংয়ে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। ফলে সংগঠনটির তৃণমূলের নেতাকর্মীরা হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন। স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা রাজনীতির মাঠ দখলে নিয়েছেন।

অবশ্য সাম্প্রতিককালের শৃংখলা বিরোধী কাজে যতটা বিতর্কীত বিএনপি তার চেয়েও কয়েকগুন বেশী আলোচনা-সমালোচনা হচ্ছে দলটির অভ্যন্তরীন কোন্দল নিয়ে। দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপি ত্রি ধারায় বিভক্ত। একটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, দ্বিতীয় গ্রুপের নেতৃত্বে রয়েছেন সাবেক এমপি শহীদুল আলম তালুকদার এবং অপরটির নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শিল্পপতি ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার।

ইঞ্জিনিয়ার ফারুকতালুকদার তার ব্যবসায়ীক কাজে অধিকাংশ সময় ঢাকায় ব্যাস্ত থাকলেও তার পক্ষে উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে গণসংযোগসহ সভাসমাবেশ চালিয়ে যাচ্ছেন। আর সাবেক সংসদ সহিদুল আলম তালুকদার তার সমর্থকদের নিয়ে এবং কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন তার সমর্থকদের নিয়ে প্রতিনিয়ত সভা-সমাবেশ ও শোডাউন করে যাচ্ছেন।

এছাড়াও কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু, জিয়া গবেষনা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আনিচুর রহমান মাঠ পর্যায়ে দলিয় নেতা-কর্মীদের শুভেচ্ছা বিনিময়সহ পৃথকভাবে সভা-সমাবেশ করছেন।

উল্লেখ্য গত ০৭ নভেম্বর বিপ­বও সংহতি দিবস ভিন্ন ভিন্ন ভাবে পালন করেন। ফলে একক নেতার অভাবে নেতা কর্মীদের মধ্যে দারণ ভাবে হতাশা বিরাজ করছে। নাম প্রকাশ না করার শর্তে তৃণমূলের একাধিক নেতা বলেন, অনেক বছর ধরে চলা এই কোন্দলের কারণে দল অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। এখন আর এই কোন্দল জিইয়ে রাখার সুযোগ নেই। দলকে সুসংগঠিত করতে হলে এই মুহুর্তে ঐক্যর কোনো বিকল্প নেই।
উল্লেখ্য, শেখ হাসিনার সরকার পতনের পর উপজেলা জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে স্বস্থি আমেজ বিরাজ করছে। গত ০৭ সেপ্টেম্বর বাউফল পাবলিক মাঠে বিশাল সমাবেশ করেছে দলটি। ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জামায়াত নেতা ও কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |