শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন

আপডেট
সেনাকুঞ্জে খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত : প্রধান উপদেষ্টা কালীগঞ্জে গড়ে উঠেছে হারিয়ে যাওয়া মৃৎশিল্প কিশোরগঞ্জের ভৈরবে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ-২০২৫ এর লিখিত পরিক্ষা সংক্রান্তে ব্রিফিং জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত সেন্ট মার্টিন ভ্রমণে অ্যাপে নিবন্ধন করে নিতে হবে ট্রাভেল পাস মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সাংগঠনিক কর্মশালা গণঅভ্যুত্থানে  নিহত ও আহতদের স্বরণে কেশবপুরে স্বরণ সভা শিক্ষার্থী ভর্তি ও শিক্ষক নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করবো – বাকৃবি উপাচার্য
মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি: বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সংস্থার সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া।

প্রকল্পের মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমার সঞ্চালনায় ও প্রকল্পের প্রোগ্রাম অফিসার রেমন আসাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, প্রকল্পের বান্দরবন অফিসের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা (Meal) ফরহাদ আজিম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রাশেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা মুহাম্মদ মোস্তফা কামাল প্রমূখ।

কর্মশালায় পরিবেশ দূষণের বিভিন্ন কারণ উপস্থাপন করে তা প্রতিকারে মতামত প্রদান করেন অংশগ্রহণকারীরা। তাঁদের আলোচনায় উঠে আসে অবৈধ বালু উত্তোলন, অবাধে বৃক্ষ নিধন, কাঁঠ পুড়ানো, হালদার উজানে তামাক চাষ, অধিক লাভবানের আসায় অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করা ও যত্রতত্র পলিথিনের ব্যবহার।

এ সমস্যা নিরসনে বক্তারা বলেন, পৃথিবীকে প্রতিনিয়ত দুষণ করছি আমরা নিজেরাই। সর্বস্তরের প্রতিটি মানুষকে সচেতন করতে পারলে আমাদের পরিবেশ দুষণমুক্ত ও সুরক্ষিত হবে। এজন্যই আগে আমাদের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। তাই পরিবেশ সুরক্ষায় গণসচেতনতা মূলক কার্যক্রমে এগিয়ে আসতে হবে সকলের।

কর্মশালায় শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং উপজেলা ও ইউনিয়ন ফোরামের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |