সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির আকার বাড়ল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির আকার বাড়ল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির আকার বাড়ল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্বে ঘোষিত আহ্বায়ক কমিটির চারজন নিয়ে এ কমিটির আকার দাঁড়াল ২২ জনে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে রয়েছেন- মো. মাহিন সরকার, রাশিদুল ইসলাম রিফাত, নুসরাত তাবাসসুম, লুৎফর রহমান, আহনাফ সাঈদ খান, তারেকুল ইসলাম (তারেক রেজা), তারেকুল ইসলাম, মেহেরাব হোসেন সিফাত, আসাদুল্লাহ আল গালিব, মোহাম্মদ রাকিব, সিনথিয়া জাহিন আয়শা, আসাদ বিন রনি, নাইম আবেদীন, মাহমুদা সুলতানা রিমি, ইব্রাহীম নিরব, রাসেল আহমেদ, রফিকুল ইসলাম আইনী, মঈনুল ইসলাম। এছাড়া পদাধিকার বলে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ এবং মুখপাত্র উমামা ফাতেমা কমিটির সদস্য থাকবেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |