শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৩৭ পূর্বাহ্ন

৬৯বয়সে এইচএসসি পাস করলো আবুল কালাম আজাদ

৬৯বয়সে এইচএসসি পাস করলো আবুল কালাম আজাদ

ওসমান হারুনী,জামালপুর:  লেখাপড়া অদম্য ইচ্ছা থাকায় এবার ৬৯বছর বয়সে এইচএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেন আবুল কালাম আজাদ। জানা যায়, বয়স্ক ছাত্র আবুল কালাম আজাদের বাড়ী শেরপুর জেলা শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজীরচর ইউনিয়নের পশ্চিম লঙ্গরপাড়া গ্রামে।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আবুল কালাম আজাদের জন্ম তারিখ ১৯৫৫ সালের ১মার্চ। স্কুল জীবনে দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করলেও পারিবারিক সংকটে এসএসসি পরীক্ষা দেওয়া হয়নি তার। কিন্তু লেখাপড়ার প্রতি তার অদম্য ইচ্ছা থাকায় বৃদ্ধ বয়সে সে ২০২০ইং সালে বকশীগঞ্জের চন্দ্রাবাজ রশিদা বেগম উচ্চবিদ্যালয় থেকে ২০২২সালে এসএসসি এবং ২০২৩ সালে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ফাইনাল পরীক্ষায় অংশ নেন।

সম্প্রতি গত ১২ নভেম্বর তার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হওয়ায় আবুল কালাম জিপিএ ২দশমিক ৭৭ পেয়ে উত্তীর্ণ হওয়ায় এলাকায় বয়স্ক ছাত্র হিসাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বয়স্ক ছাত্র আবুল কালাম আজাদ তার অনুভূতি প্রকাশ করে জানান, এইচএসসি পাস করতে পেরে তাঁর খুব ভালো লাগছে। বৃদ্ধ বয়সে পড়ালেখা করাটা চ্যালেঞ্জ। এরপরও পাস করেছেন। এখন স্নাতক ডিগ্রি অর্জনের জন্য পড়ালেখা চালিয়ে যাবেন বলে তার আশা।

খড়িয়াকাজীরচর ইউনিয়ন বিএনপি সভাপতি আশরাফুল কবির রুপা জানান,আবুল কালামের এইচএসসি পরীক্ষায় পাসের খবর শুনে তিনি ও এলাকার মানুষ খুব খুশি। তিনি বৃদ্ধ বয়সে ধৈর্য ধারণ করে পড়ালেখা অব্যাহত রেখেছেন। এটি সবার জন্য অনুকরণীয়। তাঁর জন্য এলাকাবাসী গর্বিত।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |