একেএম,রুহুল আমীন স্বপন (স্টাফ রিপোর্টার): সারাবছর ছাত্র/ছাত্রীর এক ঘেয়েমি লেখাপড়া ,স্কুলে আাসা যাওয়া ,পরীক্ষা চলতেই থাকে। আর প্রতিযোগিতায় ভরেগেছে দেশ,সেখানে লেখা পড়াও বাদ পরেনি। আজ একটু ব্যাতিক্রমি উদ্যোগ নেওয়া হয়েছে ঢাকার প্রান কেন্দ্রে অবস্হিত খিলক্ষেতের জান ই আলম সরকার স্কুলের ছাত্র /ছাত্রী দের আনন্দ দেবার জন্য , প্রতিটি শ্রেনি সাজিয়েছে তাদের মনের মত করে। এখানেও প্রতিযোগিতা কোন শ্রেনি কার থেকে ভাল সাজাবে ক্লাস রুম,কেক আনবে গান বাজনার আওয়োজন করবে, কারন আজ তাদের স্কুলের ক্লাস পার্টি।
গত বৃহস্পতিবার ছিল স্ব-স্ব ক্লাসের শেষ দিন। প্রভাতী শাখার মেয়ের জন্য সকাল ০৯:০০ –১২:৩০ ও দীবা শাখার বালকদের জন্য দুপুর ০১:০০ থেকে ০৪:৩০ টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। আজকের আমন্ত্রিত অতিথিদের মধ্যে জান ই আলম সরকার স্কুলের সুদক্ষ চেয়ারম্যান এএসএম শামসুল আলম সরকার চঞ্চল ,সদস্য সচিব স্কুলের প্রাধান শিক্ষক শ্রী শ্যামল চন্দ্র ,আরো উপস্থিত ছিলেন স্কুলের গভর্নিং বডির সদস্য ও বার্তা প্রবাহ এর সহ সম্পাদক ,প্রতিদিনের কাগজ এর সাংবাদিক একেএম,রুহুল আমীন স্বপন ,সদস্য হুমায়ুন কবির রিপন,সদস্যা জাফরিন আহম্মেদ। শিক্ষক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তফা ও আসমা আক্তার।
সরেজমিনে দেখাগেল প্রতি শ্রেনিত ছাত্র /ছাত্রীরা খুব ভোর থেকে তাদের সাধ্য মত সাজানোর পাশাপাশি রিফ্রেশের জন্য গান বাজনার আয়োজন।সে এক জমকালো আয়োজন। সাথে যোগ হয়েছে স্কুল চেয়ারম্যান চঞ্চল সরকারে সার্বিক সহোযোগিতা ও উৎসাহ। পরিশেষে নবম শ্রেণির ছাত্রীদে ( অনামিকা ও তৃষার) হোম মেড কেক পরিবেশন করা হয় পরিচালনা পর্ষদে।কেকটা অতুলনীয় হয়েছে বলে সবাই মতামত দিয়েছে। পরিশেষে প্রতিভোজের আয়োজন করা হয়। প্রতিবারের তুলনায় এবার ব্যাপকতা বেশি ছিলো আয়োজনে।বিগত বছরের তুলনায় এবারের আয়োজন যাক জমক পূর্ন ছিল।