সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৫ অপরাহ্ন

খাগড়াছড়িতে পিসিসিপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেলী ও আলোচনা সভা

খাগড়াছড়িতে পিসিসিপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেলী ও আলোচনা সভা

এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি:  খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেলী, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর (সোমবার) পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির আয়োজনে জেলা সদরের চেঙ্গী স্কয়ার থেকে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর রেলীর শুরু করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।
রেলী শেষে জেলা সদরের অফিসার্স ক্লাবে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শাহাদাৎ হোসেন কায়েসের সভাপতিত্বে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী মো. মজিবর রহমান বলেন, গোষ্ঠী যার যার পার্বত্য চট্টগ্রাম আমাদের সবার। পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষের স্বার্থ রক্ষায় কাজ করতে হবে সকলের। ঐক্যবদ্ধ হয়ে পাহাড় নিয়ে সকল ষরযন্ত্রকারীদের মোকাবেলা করতে হবে। জাতি, গোষ্ঠী নির্বিশেষে এ পাহাড় আমাদের সকল সম্প্রদায়ের মানুষের। এখানে পাহাড়কে নিয়ে ষরযন্ত্রকারীদের আলাদাভাবে কোনো স্বপ্ন দেখার সুযোগ নেই।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিসিএনপি’র স্থায়ী কমিটির সদস্য রুহুল আমিন, আবদুল মজিদ, মো. শাহাদাৎ হোসেন, পিসিসিপি’র কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আসিফ ইকবাল, সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি সুমন আহমেদ প্রমূখ।
এ সময় পিসিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবীব আজমকে রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়। এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |