সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৩২ অপরাহ্ন

ফেনীতে পুলিশের চাকরি পেয়েছে ৪২ জন

ফেনীতে পুলিশের চাকরি পেয়েছে ৪২ জন

সৌরভ হোসেন, ছাগলনাইয়া (ফেনী):- ফেনীতে সোমবার (২৫ নভেম্বর) জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার প্রকাশিত চূড়ান্ত ফলাফলে ৩৯ জন ছেলে এবং ৩ জন মেয়ে সহ মোট ৪২ জন প্রার্থী প্রাথমিকভাবে চাকরি পেয়েছে।

জানা যায়,’সেবার ব্রতে চাকরি’-এই স্লোগান নিয়ে ফেনীর নিয়োগ যোগ্য শূন্য পদের বিপরীতে বিদ্যমান কঠিন প্রতিযোগিতামূলক তদবির বিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সেপ্টেম্বর ২০২৪ এর লিখিত পরীক্ষা গত১৭ নভেম্বর ফেনী গিরিশ অক্ষর একাডেমিতে অনুষ্ঠিত হয়, পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা ফেনী পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়। এরপর আজ চূড়ান্তভাবে ফলাফল প্রকাশ করা হয়েছে।

জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও ফেনী পুলিশ সুপার মো.হাবিবুর রহমান ফেনী পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন।

এ সময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী ও তাদের অভিভাবক অনেকে আবেগপ্রবণ হয়ে পড়েন। তাৎক্ষণিক তারা শুধুমাত্র সরকারি ফ্রি দিয়ে অনলাইনে আবেদন করে শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ায় আইজিপি ও পুলিশ সুপারকে ধন্যবাদ জানান।

পুলিশ সুপার তার বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহবান জানান।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |