সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন

লালপুরে ট্রাক-ভ্যানের সংঘর্ষে নিহত ২

লালপুরে ট্রাক-ভ্যানের সংঘর্ষে নিহত ২

তুষার ইমরান, লালপুর (নাটোর):  নাটোরের লালপুরে ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ভ্যানচালক এবং হাসপাতালে নেওয়ার পরে ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বরে) সকাল সাড়ে ৬টার দিকে পাবনা-নাটোর মহাসড়কের কদিমচিলান বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের এসার উদ্দিনের ছেলে ভ্যানচালক আলফু থান্দার ও বাগেরহাট জেলার কচুয়া এলাকার বাসিন্দা ট্রাকচালক মোস্তাকিন।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাঈল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নাটোর-পাবনা মহাসড়কের কদমচিলান এলাকায় বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে মহাসড়কের উঠে কয়েন বাজারের দিকে যাচ্ছিলেন ভ্যানচালক। ওই সময় পাবনা থেকে ছেড়ে আসা সুপারি বোঝাইকৃত একটি ট্রাক নাটোর অভিমুখে যাচ্ছিল। এ সময় ভ্যানের টায়ার ফেটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন।

অন্যদিকে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ট্রাকচালক গুরুতর আহত হন। পরে আহত চালককে বনপাড়া ফায়ার সার্ভিসের টিম উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |